সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। পরপর দুটি নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তিনি এখন করোনা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতাল এর প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান এ তথ্য নিশ্চিত করেন। আজ ৯জুন মঙ্গলবার তিনি বলেন, গতকাল ও আজ পৃথক দুটি পরীক্ষা করা হয়েছে। দুটোতেই ফলাফল করোনা নেগেটিভ এসেছে। তিনি এখন মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী পর্যবেক্ষণে আছেন।


