সারা বিশ্বের মুসলমানদের জন্য অন্যতম একটি ইবাদত হচ্ছে হজ।সারা বিশ্বের লাখ লাখ মুসলমান প্রতিবছর আল্লাহর ঘরে গিয়ে ইবাদত করে থাকেন। সারা বিশ্ব এখন করোনা মহামারীতে আক্রান্ত সৌদি আরবে ও এর ব্যতিক্রম ঘটেনি। করোনা থেকে বাদ পড়েনি হজের স্থান পবিত্র কাবা ঘর। ইতোমধ্যে করোনার প্রভাব পড়েছে ওমরা হজের উপরও।অপরদিকে মূল হজের মৌসুম আসন্ন হলেও প্রায় ২২২ বছর পর তা বাতিল হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
১৭৯৮ সালে ইতিহাসের প্রথমবার স্থগিত করা হয়েছিল। এবারে হজ পালন ও এখন পর্যন্ত রয়েছে অনিশ্চয়তায় ভুগছেন। মূলত করোনা ভাইরাস এর গতি প্রকৃতির উপর নির্ভর করছে এবারের হজ পালন হবে কি হবে না। অবশ্য দ্রুততম সময়ের মধ্যে সরকার হজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এমনটাই আশা করছে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের মুসলমানরা।


