শরীয়তপুর জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। এ নিয়ে শরীয়তপুর জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৭৯ জন।
আর এই সময় ১৬ জন করোনা আক্রান্ত রোগীকে সুস্থ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
৮ জুন সোমবার দুপুরে শরিয়তপুর জেলা সিভিল সার্জন অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার আব্দুর রশিদ।
তিনি জানান, নতুন আক্রান্তরা হলেন শরীয়তপুর সদর হাসপাতালে ১ জন মেডিকেল অফিসার ও সদর পৌরসভার ৩ জন, বিনোদপুর ইউনিয়নের ১ জন, ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ১ জন, ছয়গাঁ ইউনিয়নের ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে ২ জন, ডি এম খালী ইউনিয়নের ১ জন, নড়িয়া উপজেলার ভূমখারা ইউনিয়নের ১ জন, নড়িয়া পৌরসভার ১ জন, জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের ১ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে ১জন, গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ১ জন সহ মোট ১৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন।


