শরীয়তপুর জেলায় নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে শরীয়তপুর জেলায় এ পর্যন্ত কোন আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে।
৭জুন রবিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সকল তথ্য জানান শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার আব্দুর রশিদ।
তিনি জানান, নতুন করে করোনা আক্রান্ত ৪ জন হলেন ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালি ইউনিয়নের ১জন, নড়িয়া পৌরসভা ১ জন ও সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১ জন এবং সদর পৌরসভার ১ জন।
তিনি আরো জানান, শরীয়তপুর জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৩৬৪ জনের সন্দেহভাজন নমুনা সংগ্রহ হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসেছে।
এ সময় শরীয়তপুর সদর উপজেলার ১৭ জন করোনা রোগীকে সুস্থ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।


