ভারতের কেরালা রাজ্যে অন্তঃসত্ত্বা হাতিকে বারুদ ভর্তি আনারস খাইয়ে হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।৫ জুন শুক্রবার কেরালা রাজ্যের বনমন্ত্রী হাতি হত্যার ঘটনায় জড়িত একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ব্যক্তি বারুদ সরবরাহ করেছিলেন বলে অভিযোগ উঠেছে এবং এর সাথে যুক্ত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গত ৪জুন বৃহস্পতিবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, হাতি হত্যার ঘটনায় তিন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য গত সপ্তাহে একটি অন্তঃসত্ত্বা হাতি দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়ার পর বারুদ ভর্তি আনারস খেয়ে মারা যায়। জানা যায় ওই হাতিকে স্থানীয় বাসিন্দারাই বারুদ ভর্তি আনারস খেতে দিয়েছিল।
হাতিটির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা- সমালোচনা শুরু হয়।অনেকে বলেছেন ওই রাজ্যের বন্যপ্রাণী থেকে ফসল রক্ষার জন্যই ফলের মধ্যে বিস্ফোরক দিয়ে টোপ হিসেবে ব্যবহার করা হয়।


