আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন। তিনি বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেশনের রয়েছেন।
আজ ৬জুন শনিবার বিষয়টি জানিয়েছেন মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়। এর আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গতকাল শুক্রবার জরুরী ভিত্তিতে মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার করা হয়।
তানভীর শাকিল জয় জানান, তার বাবা মোহাম্মদ নাসিমের অবস্থা চরম সংকটাপন্ন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। ৭২ ঘণ্টা পার হলে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নিবেন।
উল্লেখ্য গত ১১ জুন রক্তপাত জনিত সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ঐদিন তার করোনা শনাক্ত হয়। এরপর তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে শুক্রবার জরুরী ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। এ অস্ত্রোপচার সফল হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।


