করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।তিনি বর্তমানে রাজধানীর বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত মঙ্গলবার তাকে প্লাজমা দেওয়া হয়েছে।
এর আগে, গত সোমবার সকালে করোনা উপসর্গ নিয়ে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল ভর্তি হওয়ার পরে নমুনা পরীক্ষা করলে তার শরীরে করোনা ভাইরাস ধরা পরে। এখন তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। মোহাম্মদ নাসিম বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র। তিনি ২০১৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর পূর্বে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে ছিলেন।


