শরীয়তপুরে নার্সসহ নতুন আক্রান্ত ৯ জন, মোট ১৩৬ জন

0

গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে নতুন করে আরো ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে শরীয়তপুর জেলায় করোনা ভাইরাস দ্বারা মোট আক্রান্ত সংখ্যা ১৩৬ জন।

২ জুন মঙ্গলবার শরীয়তপুর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে করণা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডাক্তার আব্দুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান।

শরীয়তপুরে নতুন ৯ জন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ১জন, 100 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ২ জন নার্স,ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ৪ জন এবং জাজিরা উপজেলা পৌরসভার ১ জন ও জাজিরা ইউনিয়নের ১ জন।

ডাক্তার রশিদ বলেন, শরীয়তপুর জেলায় করণা আক্রান্ত ১৩৬ জনের মধ্যে এ পর্যন্ত ৬২ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।

তিনি বলেন,শরীয়তপুর জেলায় এ পর্যন্ত ২ হাজার ৯০১টি সন্দেহভাজন নমুনা সংগ্রহ হয়েছে এরমধ্যে ২ হাজার ৬৯৬ জনের রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌঁছেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top