করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন ও তার পুত্র বলিউড স্টার অভিষেক বচ্চন।শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে অমিতাভ বচ্চনকে ভর্তি করা হলে রাতে করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে।
এরপর অভিষেক বচ্চনের করোনা পরীক্ষা করা হলে তার ফলো করোনা পজেটিভ আসে। জয়া বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের কভিড-১৯ পরীক্ষার ফল এখনো হাতে পাওয়া যায়নি।
উল্লেখ্য অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন নিজেরাই টুইট করে তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার খবর জানিয়েছেন।


