শরীয়তপুর জেলায় নতুন করে আরো ৩১জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৬৭জনে।
শরীয়তপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ০৬জন মৃত্যুবরণ করেন।শরীয়তপুরে করোনা আক্রান্তের মধ্যে নতুন করে আরও ৪৫ জন সুস্থ হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৮৩ জন।
০৮ জুলাই মঙ্গলবার রাতে শরীয়তপুর জেলা সিভিল সার্জন আব্দুল্লাহ আল মুরাদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সকল তথ্য জানান।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ০৮ জন, জাজিরা উপজেলায় ০৫ জন, নড়িয়া উপজেলায় ০৩ জন, ভেদরগঞ্জ উপজেলায় ০৩জন ও গোসাইরহাট উপজেলায় ০৯ জন।
শরীয়তপুর জেলায় এ পর্যন্ত ৫ হাজার ৮০৪ টি সন্দেহভাজন নমুনা সংগৃহীত হয়েছে। এরমধ্যে ৫ হাজার ৬৭৪ টি নমুনা পরীক্ষার ফলাফল জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌঁছেছে।


