করোনা কালে কোটি শিশুর শিক্ষাজীবন ধ্বংসের মুখে

0
Child Education Program in BD | JAAGO Foundation


যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সেভ দ্য চিলড্রেন তাদের এক সমীক্ষায় বলেন করোনাভাইরাস শিক্ষার জন্য সংকট তৈরি করেছে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুরা এক্ষেত্রে বেশি ঝুঁকিতে আছে। এপ্রিল মাসে প্রায় ১৬০ কোটি শিক্ষার্থীর স্কুল গমন বন্ধ হয়ে গেছে। অতএব প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে পুরো একটি প্রজন্মের শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়তে যাচ্ছে।

শিশুদের নিয়ে পরিচালিত একটি জরিপে দেখা গেছে করোনা কালে বন্ধ হওয়ার পর ৯০% শিশুর সঙ্গে স্কুল কর্তৃপক্ষ কোনো যোগাযোগ করেনি। ৯১% বাসায় পড়াশোনা করার মতো কোনো সহযোগিতা নাই। এর ফলে এই শিশুদের ৬৫% বাড়ির সামান্য পড়াশোনা করছে এবং ২৩% পড়াশোনা করছে না।

দ্য টেলিগ্রাফ পত্রিকার এক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, মহামারী শেষ হলেও ৯৭ লাখ শিশুর স্কুলে ফেরা নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে।

দরিদ্রদের মধ্যে পরিচালিত আরেকটি জরিপে দেখা গেছে মহামারীতে তাদের আয় ৭০ শতাংশ বেশি কমেছে। প্রায় দুই-তৃতীয়াংশ কাজ হারিয়েছেন এবং এখন তারা বেকার। এতে করে এসব পরিবারের নিত্যদিনের খরচ বেড়ে যাওয়ায় শিশুদের জোর করে কাজে পাঠানোর বড় ধরনের ঝুঁকির সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top