গত ২৪ ঘণ্টায় শরীয়তপুর জেলায় করোনা শনাক্ত ১৯ জন, মোট আক্রান্ত ৮২০ জন

0

গত ২৪ ঘন্টায় শরীয়তপুর জেলায় নতুন করে আরো ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে শরীয়তপুর জেলায় করোনা আক্রান্তের পরিমাণ দাঁড়ালো ৮২০ জন।

শরীয়তপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গিয়েছেন ৬ জন।আর এ পর্যন্ত শরীয়তপুর জেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন মোট ৫৯৯ জন।

 ১৩জুলাই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা সিভিল সার্জন অফিস থেকে করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডাক্তার আব্দুর রশিদ এসকল তথ্য জানান।

তিনি জানান, শরীয়তপুর জেলায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন, শরীয়তপুর সদর উপজেলায় ০৩ জন, জাজিরা উপজেলায় ০৪ জন, নড়িয়া উপজেলায় ০৩ জন, ডামুড্যা উপজেলায় ০২ জন, গোসাইরহাট উপজেলায় ০৪  জন এবং ভেদরগঞ্জ উপজেলায় ০২ জন সহ মোট ১৯ জন এর করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

শরীয়তপুর জেলায় এ পর্যন্ত মোট  হাজার ৪২ টি সন্দেহভাজন নমুনা সংগৃহীত হয়েছে। এরমধ্যে ৩ হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top