বহুল আলোচিত ও সমালোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণার মামলার প্রধান আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে গ্রেফতার করেছে র্্যাব। এসময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার ভোর পাঁচটার দিকে সাতক্ষীরা সীমান্তের দেবহাটা থানার সাকর বাজারের পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয় তাকে। অতঃপর সাহেদকে সাতক্ষীরা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়।সাতক্ষীরার স্থানীয় কালোবাজারিদের মাধ্যমে শাহেদ ডিঙি নৌকায় চেপে ভারতে পালানোর চেষ্টা করেছিল বলে জানা যায়।
উল্লেখ্য গত ০৬জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগের উত্তরা রিজেন্ট হাসপাতাল এ অভিযান চালানো হয়। এরপর রিজেন্ট হাসপাতাল উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেওয়া হয়।০৭জুলাই করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদান সহ বিভিন্ন অভিযোগের হাসপাতালের বিরুদ্ধে উত্তরা থানায় মামলা করে রেপিড একশন ব্যাটালিয়ন।
মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে প্রধান আসামি করা হয়।এ ছাড়া মামলার এজাহারে ১৭ জনের নাম উল্লেখ করা হয়। তখন থেকেই দেশের বিভিন্ন স্থানে পালিয়েছিলেন শাহেদ। তাকে গ্রেপ্তারের জন্য রেপিড একশন ব্যাটেলিয়ন দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অতঃপর তাকে সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।


