চীনের তৈরি করোনার ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন পেল বাংলাদেশে

0
প্রতীকী ছবি

করোনা চিকিৎসায় চীনের তৈরি ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বি এম আর সি)। এর ফলে দেশে তৃতীয় ধাপের ট্রায়াল হতে যাচ্ছে ভ্যাকসিনটির।

১৯ জুলাই রোববার গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিএমআরসির পরিচালক ডাক্তার মাহমুদ উজ-জাহান।

তিনি জানান, চীনের তৈরি ভ্যাকসিনটি পরীক্ষামূলক প্রয়োগ করার জন্য বাংলাদেশের অনুমতি চেয়েছিল বেইজিং। বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দিয়েছে এ সংক্রান্ত জাতীয় কমিটি। প্রথমদিকে কিছু সরকারি কোভিড হাসপাতালে ভ্যাকসিন এর পরীক্ষামূলক প্রয়োগ করার কথা রয়েছে।

উল্লেখ্য, ইতিমধ্যে চীন উদ্ভাবিত করোনার ভ্যাকসিনটি দ্বিতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন করেছে। এবার চলছে তৃতীয় ধাপের পরীক্ষার প্রস্তুতি। আরো বড় আকারে তৃতীয় ধাপের পরীক্ষা চালাতে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের অনুমোদন পেয়েছে চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সি এন জি)। এর সাথে বাংলাদেশ এর পরীক্ষার আগ্রহ দেখায় চীন। চীনে নতুন করে সংক্রমিত রোগীর সংখ্যা কমে যাওয়ার কারণে চীনের বাইরে ভ্যাকসিন পরীক্ষা জায়গা খুঁজছে দেশটি। তাই বাংলাদেশ বর্তমানে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতিতে থাকায় বাংলাদেশকে এর উপযুক্ত স্থান মনে করছে চীন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top