শরীয়তপুর জেলায় নতুন করে আরো ৩৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শরীয়তপুর জেলায় মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯২০ জনে।
শরীয়তপুর জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় এ পর্যন্ত ৬৯৩ জন ভাইরাস থেকে মুক্ত হয়েছেন।
১৯ জুলাই রবিবার শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিস থেকে এসকল তথ্য জানান শরীয়তপুর জেলার করোনা কন্ট্রোল রুমের রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা মেডিকেল অফিসার ডাক্তার সৈয়দা শাহিনুর নাজিয়া।
তিনি জানান, শরীয়তপুরে করোনা ভাইরাসে নতুন আক্রান্তদের মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ২৭ জন, জাজিরা উপজেলায় ০১ জন, ভেদরগঞ্জ উপজেলায় ০৩ জন, ডামুড্যা উপজেলার ০১ জন, নড়িয়া উপজেলার ০২ জন, গোসাইরহাট উপজেলায় ০৪ জন সহ মোট ৩৮ জন নতুন আক্রান্ত হয়েছেন।
শরীয়তপুর জেলায় এ পর্যন্ত মোট ০৬ হাজার ১৭৩টি সন্দেহভাজন নমুনা সংগৃহীত হয়েছে এবং এর মধ্যে ০৬ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌঁছেছে।


