শরীয়তপুর-ঢাকা সড়কের বিভিন্ন স্থানে বন্যার পানিতে ডুবে যাওয়ায় জনদুর্ভোগের সৃষ্টি

0


শরীয়তপুর থেকে ঢাকা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে পানিতে ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ছেন সড়কপথে ঢাকাগামী যাত্রীরা।শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টের পদ্মার পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি দিনকে দিন বৃদ্ধি পাওয়ার ফলে শরীয়তপুরের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। প্রচন্ড বৃষ্টিপাত ঝড়ো বাতাস আর উজান থেকে বয়ে নিয়ে আসা বন্যার পানিতে শরীয়তপুর সদর উপজেলা, নড়িয়া উপজেলা, জাজিরা উপজেলা এবং ভেদরগঞ্জ উপজেলার রাস্তাঘাট ঘরবাড়ি মৎস্য খামার ফসলি জমি তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে গো-খাদ্যের চরম সংকট।
বন্যার পানিতে অনেকের বসত বাড়ি ডুবে যাওয়ায় তাদের রান্না-বান্না করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

শরীয়তপুর জেলার ছয়টি উপজেলার মধ্যে চারটি উপজেলার ২৬টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার ৩৫ হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। এসকল এলাকার দিনমজুরদের কোন কাজকর্ম না থাকায় তারা চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন।এসকল এলাকায় সরকারি ভাবে কিছু ত্রাণসামগ্রী বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top