শরীয়তপুর জেলায় করোনা পরীক্ষাগার না থাকায় বিপাকে রোগীরা

0


বাংলাদেশের করোনা ভাইরাস প্রবণ জেলাগুলোর মধ্যে শরীয়তপুর জেলা অন্যতম।সারাদেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পরে থেকে এ পর্যন্ত মোট ৬ হাজার ৩২০টি নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ প্রেরণ করা হয়েছে এবং এর মধ্যে ৬ হাজার ২১৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌঁছেছে। কিন্তু নমুনা সংগ্রহ এবং এ পরীক্ষা প্রক্রিয়া দীর্ঘ সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আইইডিসিআর প্রেরণের ফলে।কোন কোন ক্ষেত্রে নমুনা পরীক্ষার ফলাফল জেলা স্বাস্থ্য বিভাগের হাতে পেতে এক সপ্তাহ থেকে ১৫ দিন পার হয়ে যাচ্ছে।যার কারণে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর শনাক্ত এবং রোগীকে হোম কোয়ারেনটাইন বা আইসোলেশন রাখতে দেরি হয়ে যাচ্ছে। যে কারণে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর জনসমাগমে ঘোরাফেরার জন্য করোনা ভাইরাস ছড়ানোর ঝুঁকির সৃষ্টি হচ্ছে।

শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, জেলায় এ পর্যন্ত মোট ৯৯১ জন করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৭৬৫ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এছাড়া এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে এ জেলায়।

উল্লেখ্য এই জেলায় এখনো কোন করোনাভাইরাস পরীক্ষাগার স্থাপন করা হয়নি। করোনা পরীক্ষাগার স্থাপন করা হলে আরো বেশি নমুনা সংগৃহীত হত এবং করোনা ভাইরাস শনাক্ত আরো দ্রুততম সময়ের মধ্যে করা যেত।

এমতাবস্থায় উপরন্তু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন শরীয়তপুর জেলায় করোনাভাইরাস পরীক্ষাগার স্থাপন করে করোনাভাইরাস পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে করে দেওয়ার ব্যবস্থা করে দেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top