রাজনীতিতে আমার উপলব্ধি
রাজনীতিতে ক্ষমতা আর শ্রেষ্ঠত্বের বড়াই করবেন না। মনে রাখতে হবে যে জমিনে উত্থান সেখান থেকেই পতন শুরু। সকল রাজনীতিবিদের মনে রাখা উচিত ক্ষমতা সারা জীবন এক রকম থাকবে না। রাজনীতিতে ক্ষমতার যখন উত্থান ঘটে তখন চাচা, মামা, খালু, ভাই, বোন, শালা শালির অভাব হয়না। সকলের মনে রাখা উচিত একমাত্র পরম করুণাময় "আল্লাহ" ছাড়া অন্য কারো ক্ষমতা স্থায়ী নয়। যার উত্থান আছে, তার পতন অবশ্যম্ভাবী। কারো ক্ষমতা অবিনশ্বর নয়। এজন্য প্রত্যেক নেতারই মনে রাখা উচিত ক্ষমতা যখন জানালা দিয়ে উঁকি মারে তখন বাসার সামনে জুতার স্তুপ দেখে ক্ষমতা পরিমাপ করতে যেন ভুল না করেন। মনে রাখতে হবে আলোর উল্টোপিঠ এই অন্ধকার। ক্ষমতা যখন থাকবেনা সুযোগসন্ধানীরা তখন কেটে পড়বে।তাই নেতাদের উদ্দেশ্যে বলছি সকল তেলবাজ-সুবিধাবাদীদের থেকে সতর্ক থাকুন এবং দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করুন
ক্ষমতা আর যৌবন চিরদিন থাকে না। সময় থাকতে দুঃসময়ের কর্মীদের যথাযথ মূল্যায়ন করুন। তেলবাজ, সেলফিবাজদের এড়িয়ে চলুন। অনেকেই জনপ্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন, কখনো জয় বাংলা বলেননি। মাঠে স্লোগান কিংবা মিছিল করেনি। এমনকি দলের গঠনতন্ত্র সর্ম্পকেও ধারণা নেই। এমন জনপ্রতিনিধি কিংবা ক্ষমতাধরকে ঘিরে এক শ্রেণীর সুবিধাবাদী গড়ে উঠেছে। তারাই সর্বাগ্রে থাকেন। নিজ এলাকার দীর্ঘদিনের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মী উপেক্ষিত। উপেক্ষিত ও পরীক্ষিত নেতারা কেউ কেউ প্রকাশ্যে এ নিয়ে ক্ষোভও ছাড়ছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম বেছে নিচ্ছেন। যারাই ক্ষমতাবান আছেন, তারা সত্যকে স্বীকার করেন। ক্ষমতায় থাকলে ভুলত্রুটি চোখে পড়ে না। চারদিকে চাটুকার দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকেন। বলি কী, সময় থাকতে সতর্ক হোন। তেলের সাগরে গা ভাসাবেন না। মনে রাখবেন দুঃসয়ের পাশে থাকারা কখনো আপনাকে তেল মাররে না। মিথ্যা প্রশংসায় আপনাকে সাগরে ভাসিয়ে দেবে না। মানবতার ফেরিওয়ালা বানাবে না। আপনার শ্যালিকা, শ্যালকের বান্ধবীকে নিয়ে তেল মার্কা স্ট্যাটাস দেবে না। সময় থাকতে তাদের মূল্যায়ন করুন। দুঃসময়ের পাশে থাকাদের সত্য কথা তিতা হলেও কানে নিন। দুঃসময়ের কর্মীরা কখনো নেতার অমঙ্গল চান না। কারণ তাদের ত্যাগ ও ঘামের বিনিময়েই আজকে দায়িত্বশীল পদে কিংবা পতাকা নিয়ে ঘুরছেন। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের প্রেক্ষাপটে দুই নেত্রী যাদের উপর থেকে হাত সরিয়ে নিয়েছেন, তারা কেউ দাঁড়াতে পারেননি। আপনি আজ পদে বা দায়িত্বে আছেন, কাল থাকবেন এর কোন গ্যারান্টি আছে? কিন্তু আপনি রাজনীতি করতে চাইলে কর্মীদের প্রয়োজন হবে। খোঁজ নিন, যখন আপনি যখন ক্ষমতাবান ছিলেন না, তখন কারা পাশে ছিল? কারা আপনার জন্য কাজ করেছেন? তাদেরকে মূল্যায়ন করুন। আজকে তেলবাজদের মূল্যায়ন করছেন! কালকে পতাকা নেমে যাক, কিংবা দলীয় পদ চলে যাক কেউ থাকবে না। তখন নিঃসঙ্গ জীবন কাটাতে হবে। আর আপসোস করবেন, দুঃসময়ের পাশে থাকা কর্মীদের জন্য। এখন যাদের ভিড়তে দিচ্ছেন না, হয়ত তাদের কাউকে কাউকে পাশে পাবেন, আবার কেউ কেউ অভিমানে দূরেই থাকবে। তাই আবারও বলছি সময় থাকতে দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করুন।
।


