শরীয়তপুর জেলার সদর থানাধীন আংগারিয়া ইউনিয়নের সিঙ্গারিয়া(ওয়াড নং-৩) গ্রামের বাসিন্দাদের যুগ- যুগ ধরে আলাদা করে রেখেছে একটি ছোট নদী নাম তার কাটাখাল। কয়েক যুগ পূর্বে এই গ্রামের সন্তান নবাব আলী খান চেয়ারম্যান থাকাকালীন এই খালের উপর একটি পুল নির্মাণ করেন যা "শাওয়াল খার পুল" নামে আজও পরিচিতি সবার কাছে।কালের বিবর্তনে সেই পুল ভেঙে চুরে সাঁকোতে পরিণত হয়েছে কিন্তু সাঁকোর জাগায় ব্রিজ আজও হয়নি। বর্ষার পানি আসতে না আসতেই সাঁকোটি পানির নিচে তলিয়ে গিয়েছে। যে কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন কাটাখাল এর দুপারে বসবাস করা লোকজন।
দুপারের লোকজন এই বাঁশের সাঁকোর উপর দিয়ে চলাচলের সময় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সাওয়াল খার পুল পাড়ের লোকজনদের জিজ্ঞাসা করলে তারা জানায় বর্ষার জল আসার সাথে সাথে এই বাঁশের সাঁকোটি ডুবে গিয়েছে কিন্তু এলাকার চেয়ারম্যান মেম্বার কেউ আসেনি এই বাঁশের সাঁকো মেরামত করতে।
আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন হাওলাদার এবং সিঙ্গারিয়া(ওয়ার্ড নং-৩) মেম্বার মতু সরদারের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন যত দ্রুত সম্ভব সাঁকোটি মেরামত করে শাওয়াল খার ফুলের দুপারের লোকজনের চলাচলের ব্যবস্থা করে দেন।
সেই সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন শাওয়াল খার পুল নামের বাশের শাকোকে যত দ্রুত সম্ভব একটি ব্রিজে পরিনত করে দেন এবং অত্র অঞ্চলের জনগণদের যুগ যুগ ধরে বয়ে বেড়ানো কষ্ট আর ভোগান্তি থেকে মুক্ত করে দেন।


