আদালতের নির্দেশে কোটি টাকার প্রাণী তক্ষক অবমুক্ত করা হলো শরীয়তপুরে।গতকাল ২৭ জুলাই সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আলম বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী জেলা বন বিভাগের মাধ্যমে অবমুক্ত করণের আদেশ জারি করেন। সে মোতাবেক জেলা বন বিভাগ "তক্ষক"টি অবমুক্ত করেন।
তক্ষকটি মুক্ত করার সময় উপস্থিত ছিলেন, জেলা বনবিভাগ কর্মকর্তা রনজিত কুমার দাস, জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম ও জেলা ট্রাফিক সার্জন মেহেদী হাসান সহ ডিবি পুলিশের ও বন বিভাগের কর্মচারী কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য, গত ২৫ জুলাই রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শরীয়তপুর সদর উপজেলার মোল্লাকান্দির পালং-জাজিরা গামি রাস্তার পশ্চিম পাশে আনোয়ার হোসেন তালুকদারের ইটের ভাটা থেকে ডিবি পুলিশের ওসি সাইফুল আলম গোপন তথ্যের ভিত্তিতে তার নিজস্ব ফোর্সসহ তক্ষকসহ অপু শীল সাগর (২৫) নামে একজনকে আটক করে আদালতে সোপর্দ করে ডিবি পুলিশ।


