দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩১ আগস্ট পর্যন্ত

0


সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান চলমান ছুটি আবারো বাড়ানো হয়েছে।আগামী ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হয়েছে। এ সময় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

২৯ জুলাই বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য এর আগে ৬ আগস্ট পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়েছিল। দেশের করোনাভাইরাস এর পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক না হওয়ায় ছুটি আবারো বৃদ্ধি করা হয়েছে।

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি হিসেবে সিলেবাস সংক্ষিপ্ত করার কাজ শুরু করা হয়েছে এবং শিক্ষার্থীদের বয়স অনুযায়ী জ্ঞান অর্জনের বিষয় সামনে রেখে সিলেবাস সংশোধন করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য করোনা মহামারীর কারণে গত ৪ মাস ধরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল।আগামী ৩১ জুলাই থেকে ঈদুল আযহার ছুটি শুরু হওয়ায় ছুটি বৃদ্ধির ঘোষণা আজ দেওয়া হলো।এ ছাড়া চলতি বছরের মার্চে এইচ এস সি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেটিও শুরু করা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top