বুড়িগঙ্গা নদীতে মর্নিং বার্ড লঞ্চ ডুবির ঘটনায় ময়ূরী-২ লঞ্চ এর মালিক এবং মামলার প্রধান আসামি মোসাদ্দেক সোয়াতকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
বুধবার রাত তিনটার দিকে রাজধানীর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এর আগে ময়ূরী-২ লঞ্চ এর সুপারভাইজার আব্দুস সালামকে গ্রেপ্তার করে নৌ পুলিশ।
উল্লেখ্য দুর্ঘটনা কবলিত লঞ্চ এম এল মর্নিং বাড্ মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে সদর ঘাটের দিকে আসছিল শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় ময়ূরী টু নামের আরেকটি বড় আকারের লঞ্চ ধাক্কা মারলে সেটি ডুবে যায়, এ দুর্ঘটনায় ৩৩ জনের মৃত্যু হয়।
গত ৩০ জুন সদরঘাট নৌ পুলিশের এসআই শামসুল আলম বাদী হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দুর্ঘটনা কবলিত লঞ্চটিকে ধাক্কা দেয়া লঞ্চের মালিক ও মাস্টার আবুল বাশার, মাস্টার জাকির হোসেন, স্টাফ শিপন হাওলাদার, শাকিল হোসেন, হৃদয় ও সুকানি নাসির মিধার নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৫-৭ জনকে আসামি করা হয়। মামলার তদন্তে আগামী ১৭ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার।


