সাবেক স্বরাষ্ট্র , ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি আর নেই। তিনি বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১ টা ২৫ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। এর আগে গত সোমবার থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
তিনি জ্বর এলার্জি সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ১০জুন সাহারা খাতুন ঢাকা ইউনাইটেড হাসপাতাল ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে তার অবস্থার উন্নতি হলে গত ২২ শে জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। ২৬জুন সকালের শারীরিক অবস্থার অবনতি হলে আবারো তাকে আইসিইউতে নেওয়া হয়।
১৯৪৩ সালের পহেলা মার্চ ঢাকা কুর্মিটোলায় জন্মগ্রহণ করেন অ্যাডভোকেট সাহারা খাতুন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা সদস্য।


