আগামীকাল ১২ আগস্ট বুধবার বহুল প্রতীক্ষিত করনা ভাইরাসের ভ্যাকসিন নথিভুক্ত করতে যাচ্ছে রাশিয়া সরকার।তাদের তৈরি ভ্যাকসিনের মাধ্যমে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব বলে দাবি রাশিয়ার।
এই ভ্যাকসিন এর বিষয়ে গামালায়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্দার গ্রীনবাগ বলেন, এডিনো ভাইরাস এর ভিত্তিতে তৈরি নির্জীব কনা ব্যবহার করা হবে এই ভ্যাকসিন। তার বক্তব্য অনুযায়ী ভ্যাকসিন দেওয়ার পর অনেকের শরীরে জ্বর আসতে পারে।কারণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভ্যাকসিন দেওয়ার পর এটি একটি পার্শ্ব প্রতিক্রিয়া। এতে মানব শরীরের কোন ক্ষতি হবে না। এ জ্বর সাধারন প্যারাসিটামল খেলে সেরে যাবে।
রাশিয়ার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওলেগ গ্রীদনেভ ভ্যাকসিনের বিষয়ে বলেন, রাশিয়ার ভ্যাকসিনটি রেজিস্ট্রেশন পাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। আপাতত তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। সেটিও শেষের পথে, তারপরেই বাজারে এসে যাবে টিকা।
এখন দেখা হচ্ছে মানুষের শরীরে ভ্যাকসিন টি নিরাপদ কিনা। ভ্যাকসিনটি প্রথমে স্বাস্থ্যকর্মী ও বয়স্ক ব্যক্তিদের শরীরে প্রয়োগ করা হবে।


