শরীয়তপুরে নতুন করে আরও ৪৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শরীয়তপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩০০ অতিক্রম করেছে।
এ পর্যন্ত শরীয়তপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ১২ জন। এছাড়াও জেলায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন মোট ১০২৩ জন।
১১ আগষ্ট মঙ্গলবার শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিস থেকে করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডাক্তার আব্দুর রশিদ এসকল তথ্য জানান।
শরীয়তপুর জেলায় নতুন আক্রান্ত রোগীদের মধ্যে শরীয়তপুর সদর উপজেলা ২৬ জন, জাজিরা উপজেলায় ০১ জন, নড়িয়ায় ১১ জন, ভেদরগঞ্জ উপজেলায় ০৪ জন, ডামুড্যা উপজেলায় ০৩ জন এবং গোসাইরহাট উপজেলায় ০২ জন।
শরীয়তপুর জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ১৯ জনের সন্দেহভাজন নমুনা সংগৃহীত হয়েছে।এরমধ্যে ৬ হাজার ৮৮৯ জন এর নমুনা পরীক্ষার ফলাফল জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌঁছেছে।


