জেএসসি এবং এইচএসসি পরীক্ষার বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

0


জেএসসি পরীক্ষা বাতিল এবং এইচএসসি পরীক্ষার তারিখ নির্ধারণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।উল্লেখ্য জেএসসি পরীক্ষা বাতিল এবং এইচএসসি পরীক্ষার কাল্পনিক তারিখ সংক্রান্ত যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে বলে গত বুধবার গণমাধ্যমে এ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মহামারী কে বিবেচনায় নিয়ে এইচএসসি ও জেএসসি পরীক্ষার অনুষ্ঠানের বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্বেগের কথা চিন্তা করে দ্রুত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যা গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হচ্ছে না এ মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। করোনা মহামারী কে বিবেচনায় নিয়ে জেএসসি পরীক্ষার বিষয় বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।  বিশেষজ্ঞরা তাদের পর্যবেক্ষণসহ কিছু বিকল্প প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবগুলো শিক্ষা মন্ত্রণালয় পর্যালোচনা করছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের কোন ধরনের গুজবের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top