আজ ০৭ আগস্ট ২০২০ ই়ং রোজ শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগের শরীয়তপুর জেলার আহ্বায়ক মহাসিন মাদবর এর আমন্ত্রণে ২০০২ ব্যাচের সকল বন্ধু মহলের উদ্যোগে উজ্জ্বল খানের শুভাকাঙ্ক্ষীদের নিয়ে তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের গণমানুষের প্রিয় নেতা জনাব ইকবাল হোসেন অপু সংসদ সদস্য শরীয়তপুর-০১ আসন এবং এই দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন :
১. জনাব ইকবাল হোসেন অপু, সংসদ সদস্য, শরীয়তপুর-০১ আসন (প্রধান অতিথি)
২. ফাহাদ হোসেন তপু, সহ সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ (বিশেষ অতিথি)
৩.মহাসিন মাদবর, আহ্বায়ক, শরীয়তপুর জেলা ছাত্রলীগ ও আজকের অনুষ্ঠানের সভাপতি
৪. শরিফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ
৫. আনোয়ার, সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ
৬. জসিম, চাকুরীজীবী
৭. রাকিব, ব্যাংক কর্মকর্তা
৮. মাসুম বিল্লাহ সোহাগ, প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, ইবনে তাসলিমা নাসির স্কুল এন্ড কলেজ
৯. এম সোহানুর রহমান শাহীন, প্রতিষ্ঠাতাও পরিচালক, ইবনে তাসলিমা নাসির স্কুল এন্ড কলেজ
১০. ইকবাল হাওলাদার, সদস্য, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ
১১. শিপন রহমান, প্রতিষ্ঠাতা ও পরিচালক, ইবনে তাসলিমা নাসির স্কুল এন্ড কলেজ
১২. ইকবাল, চাকরিজীবী ও ব্যবসায়ী
১৩. দেবনাথ, ব্যবসায়ী
১৪. ইব্রাহিম খলিল, ব্যবসায়ী
১৫. মাসুম খান, ব্যবসায়ী
১৬. লিনকন খান, ব্যবসায়ী
১৭. রাজীব চক্রবর্তী, ব্যবসায়ী
১৮. রফিকুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক, সারা নিউজ24
১৯. আলতাফ ঢালী, ব্যবসায়ী
২০. আনিসুর রহমান মাঝি, প্রবাসী
২১. হান্নান, চাকুরীজীবী
২২. মামুন শেখ, চাকরিজীবী
২৩. রুহুল আমিন ঢালী, ব্যবসায়ী
২৪. রাজু আহমেদ রাজন, সদস্য, স্বেচ্ছাসেবক লীগ
২৫. মকবুল মাদবর, সদস্য, শরীয়তপুর জেলা ছাত্রলীগ
২৬. সুমন তালুকদারের, সদস্য, শরীয়তপুর জেলা ছাত্রলীগ
২৭. বিল্লাল সরদার, সদস্য, শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগ
২৮. মিঠু, সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ
২৯. শহিদুল ফকির, সদস্য, শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ
৩০. সজল সরদার, সদস্য, শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।


