বন্যার পানিতে তলিয়ে গেছে তুলাতলা রহমানিয়া তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা

0


দ্বিতীয় দফার বন্যার পানিতে ডুবে গেছে তুলাতলা রহমানিয়া তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার সংযোগ সড়ক এবং ভবনের ফ্লোর।প্রথম দফা বন্যায় মাদ্রাসায় প্রবেশের সংযোগ সড়কে পানি না উঠলেও দ্বিতীয় দফা বন্যায় সংযোগ সড়কটি পুরোপুরি ডুবে গেছে পানিতে, সেইসাথে ভবনের ফ্লোরে পানি প্রবেশ করেছে।

মাদ্রাসায় প্রবেশের সংযোগ সড়ক পানিতে ডুবে যাওয়ার বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আনোয়ার হোসেনকে প্রশ্ন করলে তিনি বলেন, করোনাভাইরাস মহামারী প্রভাবের কারণে সারাদেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ থাকায় মাদ্রাসায় ছাত্র-ছাত্রীরা না আসায় তাদের পড়ালেখায় কোন ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়নি এবং মাদ্রাসা কমিটিকে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি।
যদি এই সময় করোনা ভাইরাসের কারণে মাদ্রাসা বন্ধ না থাকতো তাহলে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হতো রাস্তা ডুবে যাওয়ার কারণে।

তাই তিনি  আংগারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এলাকার বিত্তবানদের এই মাদ্রাসায় সাহায্য প্রদানের জন্য অনুরোধ করেন। যাতে বন্যার পানি সরে যাওয়ার সাথে সাথে রাস্তাটি আরো উঁচু করা যায় এবং নতুন ভবন নির্মাণ করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top