সারা বিশ্বের কম্পিউটার ব্যবহারকারীর মানুষের মধ্যে এক সময়ের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ সেভেন।মাইক্রোসফট চলতি বছর উইন্ডোজ সেভেন এর সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে।উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমটি এখনো অনেক ব্যক্তি প্রতিষ্ঠান ব্যবহার করে চলছেন।ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রাইভেট খাতে সহযোগীদের উইন্ডোজ সেভেন ব্যবহারের বিষয়ে সতর্ক করে দিয়েছেন।
উল্লেখ্য ২০১৪ সালের ২৮ এপ্রিল উইন্ডোজ এক্সপির জীবনকাল শেষ হলে পরের বছরেই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সাইবার হামলার হার বেড়ে যায়।তাই উইন্ডোজ সেভেন এর ব্যবহার চালু থাকলে সাইবার দুর্বৃত্তরা এর নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে নেটওয়ার্কে ঢুকে পড়তে পারে। এছাড়া উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমের আপডেট বা হালনাগাদ অনেক আগেই বন্ধ করে দিয়েছিল মাইক্রোসফট। তাই নিরাপত্তার স্বার্থে অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন পরিহার করে সাইবার হামলা প্রতিরোধ করা সম্ভব।


