করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন টলিউডের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি বর্তমানে নিজ পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সিঙ্গাপুরে রিকভারি সেন্টারে তিনি নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন।
ঋতুপর্ণা নিজের ফেসবুক এবং ইনস্ট্রাগ্রামে দেওয়া পোস্টে লিখেন,"আমি কোভিড-১৯ পজেটিভ হয়েছি। তবে আপনাদের সবাইকে জানাতে চাই যে আমি ভালো বোধ করছি। সব রকম প্রশাসনিক নিয়ম মেনে চলছি এবং চিকিৎসকের পরামর্শ মেনে কাজ করছি। আমি এই মুহূর্তে সিঙ্গাপুরে রয়েছে এবং এখানকার রিকভারি সেন্টারে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি।
উল্লেখ্য, ঋতুপর্ণার স্বামী সঞ্জয় চক্রবর্তী কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরের বাসিন্দা। নায়িকার দুই ছেলেমেয়ে অংকন ও রিষণা সিঙ্গাপুরে পড়াশোনা করছেন। লকডাউন এবং তার পরবর্তী লম্বা সময় তিনিও সিঙ্গাপুরের কাটিয়েছেন।


