ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, এবছরই প্রথম কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়নি। গত বছর জুন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যারা ঢাকা গিয়েছেন তারা মশারি ছাড়া শুতে পেরেছেন।
১৩ মার্চ শনিবার দুপুরের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসকল কথা বলেন তাপস। এর আগে ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন তিনি।
ঢাকা দক্ষিণের মেয়র বলেন, দায়িত্ব পাওয়ার পরই করণা মহামারীর মাঝে ডেঙ্গু মোকাবেলা করেছি। প্রধানমন্ত্রী আমাদের যে নির্দেশনা দিয়েছেন আমরা সেই নির্দেশনা আলোকে সফলভাবে ডেঙ্গু মশা নিধন করতে সক্ষম হয়েছি।


