ক্রিকেটারদের বায়োপিক এই উপমহাদেশে বেশ প্রচলিত।মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, আজহারউদ্দিন সহ অনেক কিংবদন্তি ক্রিকেটার সিনেমাতে প্রদর্শিত হয়েছিলেন। এবার তাদের পাশে নাম লেখাতে যাচ্ছেন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। শনিবার রাতে ক্রিকফেঞ্জি লাইভে এসে এসকল বিষয় খোলাসা করলেন এই টাইগার ক্রিকেটার।
সাকিব জানান,বায়োপিক সিনেমার বিষয়টা অনেকটা এগিয়ে গিয়েছিল। কিন্তু করোনাভাইরাস এর হানার কারণে সবকিছু ঝুলে আছে। তবে এটা একটি ভালো অবস্থান তৈরী হয়ে গিয়েছিল। গল্প প্রায় তৈরী হয়ে গিয়েছিল। সম্ভবত সব ঠিক থাকলে কাজও শুরু হয়ে যেত। কিন্তু করোনার জন্য সবকিছু বন্ধ হয় গিয়েছে।
তিনি জানান, করোনার কারণে স্থগিত হয়ে গেলেও খুব শিগগিরই এ সিনেমার কাজ শুরু হয়ে যাবে। তবে আশাকরি পরিস্থিতি ঠিক হলে সেই জায়গা থেকে আবার শুরু করা যাবে। যদিও এটা করতে কিছুটা সময় প্রয়োজন। তবে এটা আপডেট কি আমি জানি না, তবে "আই উইল ফাইন্ড আউট দ্যাট"।


