ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরে দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন।
২০ফেব্রুয়ারী শনিবার রাত আটটার দিকে নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় ইমরান খানের সুস্থতা কামনা করেন। এতে মোদি লিখেন, কোভিড-১৯ থেকে দ্রুত সুস্থ হওয়ার জন্য ইমরান খানের প্রতি শুভকামনা জানাচ্ছি।
উল্লেখ্য, ২০ মার্চ দুপুরে ইমরান খানের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন তার স্বাস্থ্য সহযোগী ডাক্তার ফয়সাল সুলতান। তিনি করোনার টিকা প্রথম ডোজ নেওয়ার দু'দিনের মাথায় করোনা পজিটিভ হয়।
ডা. ফয়সাল সুলতান জানান, প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে বাড়িতে স্বেচ্ছা আইসোলেশনে রয়েছেন। করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর তার দ্রুত সুস্থতা কামনায় বিভিন্ন রাজনৈতিক নেতারা টুইট বার্তা দিয়েছেন।


