হেফাজতের বাড়ী- ঘর ভাংচুর, গাড়ি ভাংচুর সমর্থন করি না। সেই সাথে আমি বারবার বলি সংযত হোন বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরী।
তিনি হেফাজতকে বলেন, ভালো হয়ে যান আপনারা আওয়ামী লীগের ঘুষের পয়সায় চইলেন না।আওয়ামী লীগ আপনাদের মাথা তুলেছে যখন মাথা থেকে ফেলে দেবে তখন হেফাজতের ভাইয়েরা টের পাবেন। তারা আপনাদের অন্ধকার করে রাখতে চায়।
ডঃ জাফর উল্লাহ বলেন, আমরা আলোকিত মাদ্রাসা চাই। আলোকিত মাদ্রাসা বলতে বুঝায়,যেখানে বিজ্ঞান পড়ানো হবে, বাংলা পড়ানো হবে, অংক করানো হবে, কম্পিউটার শেখানো হবে।
আজ ৩১ মার্চ বুধবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড আলাউদ্দিন আহমেদ স্মরণে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।


