কওমি মাদ্রাসার সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

0


 

করোনা প্রতিরোধে সরকারের নতুন ১৮ দফা নির্দেশনা ঘোষণা হয়েছে। এতে দেশের কওমি মাদ্রাসা সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।


২৯ মার্চ সোমবার দুপুরে করোনার সংক্রমণ প্রতিরোধে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত নির্দেশনার ১০ নম্বরে বলা হয়, সকল শিক্ষাপ্রতিষ্ঠান (প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।


নতুন নির্দেশনা কওমী মাদ্রাসাগুলো বন্ধ থাকবে কিনা প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমরা এখানে উল্লেখ করে দিয়েছি প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। কোন রকম শিক্ষার্থী আপাতত আসবে না। তবে অনলাইনে ক্লাস চলবে।


প্রতিমন্ত্রী বলেন, এখানে মাদ্রাসার কথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে। শুধু কওমি মাদ্রাসা নয় সকল মাদ্রাসা বন্ধ থাকবে।


উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর ১৮ মার্চ থেকে কওমি মাদ্রাসা সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরে অবশ্য কওমী মাদ্রাসাগুলো খুলে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top