আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন

0


 


সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি শ্রমিক কলোনিতে আজ (১৭ মার্চ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ২০০ টির মত ঘর পুড়ে গেছে।


প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে হঠাৎ ওই কলোনির ভেতরের একটি কক্ষ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। মুহুর্তের মধ্যেই তা আশেপাশের কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। ততক্ষণে শ্রমিক পল্লীর ২০০টি ঘর এবং এর ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে যায়।


 ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে।


আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top