পরমাণু অস্ত্রের মজুদ বাড়াবে যুক্তরাজ্য

0


 

গত বুধবার যুক্তরাজ্য এক বিবৃতির মাধ্যমে সিদ্ধান্ত জানায় যে, পরমাণু অস্ত্রের মজুদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। রাশিয়াকে সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করে যুক্তরাজ্য। এ বিষয়ে রাশিয়ার বিবৃতি যুক্তরাজ্য যে কথা জানিয়েছে, কারণ হিসেবে  তা ভিত্তিহীন। রাশিয়া মনে করে পরমাণু অস্ত্র বাড়ানো নয়, অস্ত্র কমানোই এখন সকলের লক্ষ্য হওয়া উচিত।


এর আগে গত বুধবার যুক্তরাজ্য জানায়, তাদের অস্ত্র ভাণ্ডারে ১৮০টি পরমাণু অস্ত্র আছে, কিন্তু অদূর ভবিষ্যতে তারা পরমাণু অস্ত্রের মজুদ ২৬০টি করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। কারণ হিসেবে রাশিয়া এবং চীনকে সামনে নিয়ে এসেছে যুক্তরাজ্য। তাদের বক্তব্যে গত কয়েক বছরে রাশিয়া যুক্তরাজ্যের সবচেয়ে বড় হুমকির কারণ হয়ে উঠেছে। ফলে প্রয়োজনে যাতে রাশিয়ার সঙ্গে মোকাবেলা করা যায় সেই ব্যবস্থাই নেয়া হচ্ছে। একই সঙ্গে যুক্ত রাজ্য জানিয়েছে যে সমস্ত সাবমেরিন থেকে পরমাণু অস্ত্র ছোড়া হয় সেগুলো পুরনো হয়ে গিয়েছে। ২০৩০ সালের মধ্যে সেগুলো বদল এর কথা ভাবছে তারা।


যুক্তরাজ্যের এই বিবৃতির পরে মুখ খুলেছে ক্রেমলিন। রাশিয়া সরকারের মুখপাত্র পেসকভ জানিয়েছেন, যুক্তরাজ্যে এই বক্তব্যের তীব্র নিন্দা জানায় তারা। তিনি বলেন যুক্তরাজ্যের এ সিদ্ধান্ত বিশ্বের পরমাণু অস্ত্রের ভারসাম্য নষ্ট করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top