তিন নতুন মুখ নিয়ে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করল নিউজিল্যান্ড

0


 

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ১৩ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য।


ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন দলে নেই। তার পরিবর্তে উইকেট-রক্ষক ব্যাটসম্যান টম লাথাম নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দেবেন। এছাড়া ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড দলে আছে তিন নতুন মুখ।


অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স করে প্রথমবার ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন ডেভন কর্ণওয়ে। এছাড়া এই সিরিজে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উইল ইয়ং এবং ডায়ার মিচেল।


এর আগে দুটি টেস্ট ম্যাচ খেলেছেন উইল ইয়ং কিন্তু ওয়ানডে দলে এবারের তিনি প্রথম। আর মিচেলের অভিজ্ঞতা আছে টেস্ট ও টি-টোয়েন্টি খেলার।


উল্লেখ্য, আগামী ২০ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top