করোনা ভাইরাস মহামারীতে আবারো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ব্রাজিলে। এই প্রথমবার দেশটিতে এক দিনে দুই হাজারের বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে করোনাভাইরাস আক্রান্ত হয়ে। সেইসাথে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে।
গতকাল ১০ মার্চ বুধবার ব্রাজিলে ২ হাজার ২৮৬ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। যা দেশটিতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
উল্লেখ্য, ব্রাজিল বিশ্বের দ্বিতীয় অবস্থানে চলে এসেছে, করোনাভাইরাস মহামারীতে মৃত্যুর দিক দিয়ে। এ পর্যন্ত দেশটিতে মোট ২ লাখ ৭০ হাজার ৯১৭ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। দেশের এই সংকটজনক পরিস্থিতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট দুষছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট কে।


