সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩৫৫৪;জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। যা বিগত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ।এ নিয়ে সারাদেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন।
অপরদিকে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাদেশে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭৩৮ জনে।
২৩ মার্চ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাভাইরাস সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এ সকল তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৩৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত সারাদেশে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন।


