"সমুদ্র আমাদের জলবায়ু ও আবহাওয়া" এই শ্লোগান এর উপর ভিত্তি করে বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশে আজ (২৩ মার্চ) "বিশ্ব আবহাওয়া দিবস" পালিত হচ্ছে।
মানব সৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের ফলে উৎপন্ন অতিরিক্ত তাপের প্রভাবে প্রতিনিয়ত আবহাওয়া ও জলবায়ুর উপর প্রভাব পড়ছে। এবারের আবহাওয়া দিবস সমুদ্রের পরিবেশ দূষণের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমুদ্রকে প্রাধান্য দেওয়া হয়েছে।জাতিসংঘ ২০২১-২০৩০ পর্যন্ত সময়কে সমুদ্র দর্শক হিসেবে ঘোষণা করেছে।
বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন। সেই সাথে দিবসটি উপলক্ষে আবহাওয়া অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।


