বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমন্ত্রিত ভিভিআইপি অতিথিদের চলাচলের জন্য ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আজ যান চলাচল নিয়ন্ত্রিত রয়েছে। এছাড়া কিছু রাস্তায় সাময়িক সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকবে।
ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার এডিসি ইফতেখারুল ইসলাম জানান, ২২ মার্চ সোমবার বেলা ১১ টা থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ভিআইপি সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে এবং কোন কোন সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকতে পারে।
সূত্র মতে জানা গেছে, আজ সোমবার সকালে বাংলাদেশে আসেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বিকেল চারটা থেকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব চিরন্তন প্রতিপাদ্যে আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার ষষ্ঠ দিনে "বাংলার মাটি আমার মাটি" অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।


