ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মুরগির দাম

0


 

গত দেড়মাসে মুরগির দাম ৮৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে সোনালি জাতের মুরগির দাম। স্বল্পআয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মুরগির দাম।


খামারিরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম বাড়ায় পোল্ট্রি খাদ্যের প্রধান কাঁচামাল সয়ামিলের দাম কেজিতে ১৩ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে গড়ে খাদ্যের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ৭ টাকা। এটিই উৎপাদন কম হওয়ার প্রধান কারণ হিসেবে দেখছেন তারা।


বর্তমান সময়ে বিভিন্ন জাতের মুরগির দাম নিম্নরূপ :

বয়লার মুরগি প্রতি কেজির দাম ১৫০ থেকে ১৬০ টাকা।

সোনালি জাতের মুরগি প্রতি কেজির দাম ৩৩০ থেকে ৩৫০ টাকা।

পাকিস্তানি কক মুরগির প্রতি কেজির দাম ৩৫০ থেকে ৩৬০ টাকা।

দেশি জাতের মুরগির প্রতি কেজির দাম ৫০০ থেকে ৫৫০ টাকা।


গত জানুয়ারি মাসের দিকের বিভিন্ন জাতের মুরগির দাম নিম্নরূপ :

বয়লার জাতের মুরগির প্রতি কেজির দাম ১২৫ থেকে ১৩০টাকা।

সোনালি জাতের মুরগির প্রতি কেজির দাম ২২০ থেকে ২৫০ টাকা।

কক জাতের মুরগি প্রতি কেজি দাম ২৫০ থেকে ৩০০ টাকা।

দেশি জাতের প্রতি কেজি মুরগির দাম ৪৫০ থেকে ৫০০ টাকা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top