ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়রদের নানা উদ্যোগ ও আশ্বাসের পরও কার্যত মশা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী।দুই সিটি করপোরেশনের ব্যর্থতায় রাজপথে মশারি টানিয়ে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানিয়েছেন ভাড়াটিয়া পরিষদ।
১২ মার্চ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই অভিনব প্রতিবাদ জানানো হয়। ভাড়াটিয়া পরিষদ জানায়, আধা ইঞ্চি মশা মারতে ঢাকার দুই মেয়র ব্যর্থ অবিলম্বে ঢাকাবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করার দাবি জানান ভাড়াটিয়া পরিষদের নেতৃবৃন্দরা।
ভাড়াটিয়া পরিষদের নেতৃবৃন্দ বলেন, রাজধানীর বস্তি থেকে অভিজাত এলাকার সর্বত্রই মশার উপদ্রব। এ যেন মানুষের আবাসস্থল নয়, যেন মশার রাজধানী। মশা মারতে দুই সিটি করপোরেশনের মেয়র সম্পূর্ণ ব্যর্থ। ব্যর্থতার দায় স্বীকার করে দ্রুত মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।


