ফিটনেস নিয়ে আপোস নয় : কোহলি

0


 

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিয়মিত উইকেট নিয়ে ভারতীয় নির্বাচকদের নজরে এসেছিলেন বরুণ চক্রবর্তী। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় জাতীয় ক্রিকেট দলে জায়গা পান তিনি। কিন্তু কনূই ইনজুরির কারণে অস্ট্রেলিয়া যাওয়া হয়নি তার।


ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ১৯ সদস্যের দলে ফের সুযোগ দিয়েছেন তাকে নির্বাচকরা। এবার ইয়ো ইয়ো ফিটনেস পরীক্ষায় ফেল করে সে সুযোগ হারালেন বরুণ চক্রবর্তী। এ ঘটনায় ক্ষুব্ধ বিরাট কোহলি।


বিরাট কোহলি বলেন, প্রত্যেকের বোঝা উচিত ভারতীয় দল একটা নিয়মের মধ্যে চলে। কেউ সে নিয়ম এর উর্ধে নয়। সর্বোচ্চ ফিটনেসে থাকা খুবই জরুরী। সেইজন্যই ভারতীয় দল সারাবিশ্বে সফল। আমরা আশা করব ভারতীয় দলে সুযোগ পেতে হলে অবশ্যই সে নিয়মে চলতে হবে। কোন রকম আপস করা হবে না এই সকল বিষয়ে।


অবশ্য বরুণের আগে ইয়ো ইয়ো পরীক্ষায় ফেল করেছিলেন, আম্বাতি রাইডু, মোহাম্মদ সামী ও সঞ্জু স্যামসাং মতো ক্রিকেটাররা। তবে পরবর্তী সময়ে পরীক্ষায় পাশ করে দলে জায়গা করে নিয়েছিলেন তারা সবাই।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top