দুই পয়সার দাম নেই ওই মেয়ের। দুই পয়সার না হলে নিজের সিনেমা নিয়ে এমন মন্তব্য করতো না ওই মেয়ে। "তুমি আছো তুমি নেই" ছবি নিয়ে দিঘির মন্তব্যের প্রেক্ষিতে এই তীর্যক মন্তব্য ছুড়ে দিলেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।
একটি সাক্ষাৎকারে এ মন্তব্য করেন দেলোয়ার জাহান ঝন্টু।একজন শিল্পীকে "দুই পয়সার মেয়ে বলা কি শোভনীয়? তাকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন অবশ্যই শোভনীয়। যে নায়িকা নিজের সিনেমা মুক্তির আগেই এর ট্রেইলার তার ভালো লাগে নাই, ছবি মানহীন, কেউ দেখবে না। এসব মন্তব্য করে তার দাম দুই পয়সাও নয়। দিঘি পৃথিবীর একমাত্র অভিনেত্রী যে নিজের ছবি মুক্তির আগেই এমন বাজে মন্তব্য করেছেন।
এ সময় ঝন্টু জানান, নায়িকা দিঘি, তার বাবা সুব্রত চক্রবর্তী ও মামার বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।


