২৪ মার্চ বুধবার আঙ্কারায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের সপ্তমবারের মতো ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির চেয়ারম্যান নির্বাচিত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দলটির জাতীয় কংগ্রেসের তাকে বিপুল ভোটে নির্বাচিত করেন কাউন্সিলররা।
দলটির জাতীয় কংগ্রেসে ভোটের সংখ্যা মোট ১ হাজার ৪৩১। এর মধ্যে এরদোয়ান পেয়েছেন ১ হাজার ৪২৮টি, বাকি তিনটি ব্যালট বাতিল বলে গণ্য হয়েছে। মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষ এ নেতা টানা সপ্তমবারের মতো একে পার্টির চেয়ারম্যান নির্বাচিত হলেন।
নির্বাচিত হওয়ার পর সবাইকে ধন্যবাদ জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আমাদের কংগ্রেস দেশ-জাতি ও দলের জন্য উপকার বয়ে আনুক। আমাকে পুনরায় চেয়ারমান হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা। সূত্র : আনাদোলু


