ঐশ্বরিয়া রায় বচ্চন এর স্বামী হওয়ার কারণে প্রায় সময়ই নেটিজেনদের ট্রোলের মুখে পড়তে হয় অভিষেক বচ্চনকে। অভিনেতা অভিষেক বচ্চন শালীনতা বজায় রেখে এসব ট্রোলের জবাব দিয়ে থাকেন। সম্প্রতি অভিষেক বচ্চনের নতুন ছবি "দ্য বিগ বুল" এর ট্রেলার মুক্তি পেয়েছে।
সেখানে এক ব্যক্তি অভিষেককে উদ্দেশ্য করে "গুড ফর নাথিং" বলে কটাক্ষ করেছেন। আর সেখানে ওই ব্যক্তি লিখেছেন, অভিষেককে তিনি একটি কারণেই হিংসা করেন যে ঐশ্বরিয়া রায় বচ্চন তার স্ত্রী। এত সুন্দরী বউ পাওয়ার যোগ্য অভিষেক নন বলে জনসমক্ষে মন্তব্য করেন ওই ব্যক্তি।
অভিষেক বচ্চনও একদম নিজের মতো করে পাল্টা জবাব দিয়েছেন। সে উত্তর দর্শকদের মন কেড়ে নিতে সক্ষম হয়েছে। জবাব দিতে গিয়ে অভিষেক টুইটারে লেখেন, আপনার মতামতের জন্য ধন্যবাদ। কিন্তু আমি কৌতুহলী হয়ে জানতে চাইছি আপনি এখানে কার কথা বলেছেন। আপনি তো অনেকেই ট্যাগ করেছেন। আমি যতদূর জানি এলিনা আর নিকি বিবাহিত নয়। ওদের বাদ দিয়ে আমরা (অজয়, কুকি, সোহম) অনেকেই রয়েছি। তাহলে….


