সাংবাদিকদের প্রশ্নের মুখে বিরক্ত হয়ে, সাংবাদিকের উপর সেনিটাইজার স্প্রে করে সমালোচনার মুখে পড়লেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ূথ চান ওটা। ঘটনাটির ভিডিও ভাইরাল হওয়ায় আরো বিপাকে পড়েছেন দেশটির এই অবসরপ্রাপ্ত সেনা জেনারেল। ---রয়টার্স।
ঘটনা সম্পর্কে জানা যায়, সংবাদ সম্মেলন শেষ ভাগে প্রধানমন্ত্রী যখন পোডিয়াম ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তখন কয়েকজন সাংবাদিক তাকে অনুসরণ করেন। তখন প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, আর কিছু জানার আছে? উত্তরে একজন সাংবাদিক প্রশ্ন করেন, মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে কি ভাবছেন? এই প্রশ্নের কোন উত্তর না দিয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের একজনের মুখে স্যানিটাইজার স্প্রে করেন।এঘটনায় নতুন করে বিতর্কে জড়ালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ২০১৪ সালে থাইল্যান্ডে সেনা অভ্যুত্থানের পর থেকে ক্ষমতা দখল করে রেখেছেন প্রয়ূথ চান ওটা। ২০১৪ সালে এক সাংবাদিকের কান টেনে ছবি ভাইরাল হয়েছিল তার। এরপর ২০১৮ সালে একবার সাংবাদিক সম্মেলন ডেকে কোন প্রশ্নের উত্তর না দিয়ে বেরিয়ে যান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ূথ চান ওটা।


