বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু শরীয়তপুরে

0


 

পাভেল বাকাউল নামে এক যুবকের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুরে।আজ শুক্রবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি কোদালপুর বাকাউল পাড়া গ্রামের কামাল বাকাউলের ছেলে।


কোদালপুর লঞ্চ ঘাটের লঞ্চ ওঠানামা করার জন্য লোহার সিড়ি নির্মাণ করা হচ্ছিল। সেখানে ঝালাই শ্রমিক হিসেবে কাজ করছিলেন পাবেল। সেখানে বিদ্যুৎ দিয়ে ঝালাই করা হচ্ছিল। তখন তিনি বিদ্যুতায়িত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওই সময় ঝালাই কাজে নিয়োজিত অপর শ্রমিক স্বপন মিয়া ও গুরুতর আহত হয়। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


গোসারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা শোয়েব আলী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top